অঙ্কের মারপ্যাচে ইংরেজি ভীতি
গল্পোটা আগেকার এখন অতীতই!
কঞ্চির জলুনি না-কি কান ধরে টান
সব কিছু বাদ দিয়ে রান্না বসান!
তরকারি কাটাকুটি ডিমের সালুন
মজাদার হবে কিনা আপনি বলুন।
প্যাক প্যাক ডাক শুনে হয়োনা অবাক
গল্পের হাঁস ডাকে প্যাক প্যাক প্যাক!
এরমাঝে শিক্ষাটা আছে নাকি ঢের
এই নিয়ে কিছু বলা মানা আমাদের!
যদি বলো তথ্যের মারপ্যাচে ফেঁসে
থাকা দায় হয়ে যাবে বাংলাদেশে।