বিকেলের খড়ঘর মুছে গেছে সব দাগ
টুপটাপ শিশিরের জলধারা শব্দে,
মা যেন বিলি কাটে এই খোকা ওঠো নারে
দেখো কত পাখি উড়ে লিখে চলে পদ্যে!
ঘুমঘুম চোখটায় ঝিরিঝিরি ঝাঁপসায়
ঘুগরোর ডাক যেন ভয় করে দূর যে,
বরবটি ঝুলে মাচা পুঁই পুঁই গন্ধে
এইবার ঘুম ভাঙে দেখে আলো সূয্যে।
মুক্তোর দানা যত ঘাসে ঘাসে ঝুলছে
ঝিকঝিক করে রোদ চালে আর দাততে
দাদু বলে রোদে বসে বই খোল নামতার
পারি যাতে গণিতের সাথে সাথে মাততে।
ভাপা পুলি বেশ বেশ মৌ মৌ ভাপ যে
খেজুরের রসে যেন আড়মোড়া ভাঙে সে
দাদু বলে, আলসেমি ঠেলে এইবার চল
স্কুলে যাই হেসে, খুশি মনে বীর বেশে।