নীল আকাশের পথপানে
যখন ছোটে মনটা,
অমনি বাজায় ঘুমের বুড়ি
মাতাল ঘুমের ঘণ্টা।
কেমন করে পথ পাব যে
তারার দেশে যাবার,
ঢুলু ঢুলু ঘুমের নেশায়
সারা রাত্রি কাবার।
লেখা পড়ায় যেই প্রয়োজন
সময় করা পার,
ঘুমের বুড়ি কেমন নেশায়
খোলে ঘুমের দুয়ার ।
জ্ঞান সাগরে ডোবার আগেই
চক্ষু হলো বন্ধ,
ঘুমের বুড়ি তোমার কেন
ঘুম পড়িয়ে আনন্দ?