স্বপ্নেরা খেলা করে ঘুমায় যখন,
লেপে করি লুকোচুরি দুভাইবোন।
গল্পেরা আড়ি পাতে কথায় কথায়
দুষ্টুমি বেড়ে বেড়ে ঘুমেরা বিদায়।
বাতাসের ঝাঁপটায় নিভে গেলে কুপি
আসে পরী, দানবেরই ভয়টা চুপি!  
হিহি করে হাসে ডাল, বাগানের গাছে
শব্দেরা ভয় হয়, ঘোরে আশেপাশে।
যেই আসে দল বেঁধে জোনাকির থোকা
ওরে বাবা ভূত, বলে খায় যে ধোকা!
ভাই বলে, থাম বুবু, এবার ঘুমাই
ভূত বলে আসলেই কোন কিছু নাই!
তাহলে কেন এতোক্ষণে ভয় দেখালে?
বোন তার সিঁথি কাটে চাঁদ কপালে।
ঘুম আসে রাজ্যের মেঘে মেঘ ঘেঁষে
কত ঘুম নামে যেন বাংলাদেশে!