আমাদের দেখা চোখে যদি অপদার্থ
ক্ষমতার মসনদে লুটে যায় স্বার্থ।
শেষ করে দেশ তার বেশ তার মায়াবী
খারাবি হয়ে শেষ কত আর হারাবি?
তবু তোর ঘুম ঘোর পাচারের টাকাতে
কতবারে যে বারে হবে ঘুম ঝাঁকাতে?
আর যারা ঘুম কাড়া পেটেগড়ে পাদানি
চেতনার কথা বলে দেশ বেচে ঘাদানি।
যারা বটে সংকটে চাপাচাপি সয়ে যায়
অগনন জনগণ মুখে শুধু কয়ে যায়!
এই নিয়ে দেখে শিখে সব্বাই চালাকি
শেষমেশ বেচে দেশ পন্যের জ্বালাকি!
জ্বালা জ্বালা বোধ করে যেই পড়ে জালে
কত ধানে কত চাল আমাদের কালে?