একদিন রাত জেগে আলো দেয় জোসনা,
ঝিঝিপোকা রাত্রে চেঁচালে কী দোষ না?
এই রাত জোছনার আলো আর আঁধারে,
এক ফালি চাঁদটা ঘুরে মরে বাদাড়ে।
সারি সারি তালগাছ ছায়া মিলে মেঘ হয়,
ঝাঁকে ঝাঁকে জোনাকি কত যেন বেগময়।
তারাদের মন চায় বন জুড়ে পোকারা,
ঘুমিয়ে দিন পার করে শুধু বোকারা!
চামচিকা বাদুরের খেলা শেষ হয় না
ডাহুকের ডাক যেন ভাললাগা গয়না।
ঝিরঝিরে বায়ু বয় বনে পাতা দোল খায়,
দেবদারু সারি সারি শিশিরের ঘোল খায়।
এই রাত তারাদের ফালি ফালি আকাশে
স্বপ্নেরা শিশুদের ঘুম দিয়ে মাখা সে!
মাখা সে ফুলসম তাঁরা ভরা আকাশে
শিশু তুমি বড়ো হও মুক্ত এ বাতাসে।