চলতে পারার দুঃখ
নাকি বসে থাকার সুখ?
বলতে পারার সখ্য
নাকি ঘষে আঁকা মুখ?

ছবি হবে না হবে কী
কবি হবে না তবে কী?

বকের ছানা না না
হানা দেবে উল্টো করে,
না না'র গুষ্টি টানা
টানা নেবে বুল্টো ধরে।

ছবি হবে না হবে কী
কবি হবে না তবে কী?

প্যাঁচার ছানা না না
পাঁচাপাঁচি পাঁচ মিশালী
কিছু হতে লাগবে টানা
ইচ্ছে কোনো শক্তিশালী।