সারাদিন ঘড়ি চলে, টিক টিক টিক
তাই দেখে টিকটিকি করে ঠিক ঠিক।
ঠিক তারি কতটুকু দায় আছে কার?
ইদুর বিড়াল মাছি সারে কাজ তার!

গোপনে এই কাজ চলে কত রোজ
ভোজন রসিক বলে কে রাখে খোঁজ?
দিন শেষ হয়ে গেলে ঘড়ি টং করে
তেলাপোকা খাবারে চেখে রং করে।

টিকটিকি তাই দেখে চেটে যায় গাল
তুমি দেখো রাত শেষে নতুন সকাল।
আড়ালে কার সাথে এতো বসবাস?
পেটের পীড়ায় বৃথা কেন হাসফাস?

ছন্দঃ অক্ষরবৃত্ত (প্রতি চরণে মাত্রা ৮ মাত্রা)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে