ঘাসফুল ফড়িংয়ের ছোট এক বেলা
প্রাণে প্রাণে যদি হয় অন্য এ মেলা
বাতাসের শিষ শুনে উড়ে যায় পাখি
সেই সাথে ঝাঁক ধরে করে ডাকাডাকি
যত পারো খেলো তাতে মানা কিছু নাই
এইখানে হেমন্তের স্বপ্ন সাজাই।