ছারখার করে দেবে এমন অভিশাপ
গিয়েছে পতন জেনে প্রেমের খারাপ
দেখা হলে কথা নেই দূর হলে ভাল
জানিনা কেমন করে একথা ছড়ালো
বহুদূর পরবাসে কালের যাত্রায়
ত্রাতা হয়ে আসে প্রেম অসীম মায়ায়
কালের লগ্ন ভুলে না থাকে প্রবাস
আপন হয়ে ওঠে হলুদ,পাখি,ঘাস
সত্য এ জীবন হাসি, মায়া,ভালবাসা
তৃপ্ত কোনো জীবনের এতটুকু আশা
সেই আশা আছে যেন না দেখা সুদূরে
খুঁজি তারে বিরহ ব্যথা গানের সুরে
নদী সত্য পাখি সত্য তবু তা হারায়
তবুও মানুষ খুঁজে কী সত্য পায়?