জোস্না যে রাত আনে
যে গান আনে পাখি,
আঁধারেই আলো দিতে
আসে তো জোনাকি।

রাত বাড়ে নিঝঝুম
শ্রমিকের কত ঘুম!
হিংসুটে দানবেরা
রাত জেগে বলে হুম।

ঝিঝিদের ডাক শুনে
এই রাতে ফাল্গুনে
প্রহরের শেয়ালেরা
রাত্রিটা দেয় গুনে।

তুমি কী ঘুমে চুর
চলে কত ভাংচুর?
ভোর সেতো বহু দূর
চোখে হলো ফাঁকি।।