রাত্রি বেড়েছে ভয় কিসে ভাই
রাত্রি হবে শেষ,
রাত্রি বেড়েছে ভয় কিসে বোন
রাত্রি হবে শেষ।
দিকে দিকে ঐ মিছিল পুরী
তিতুমীর, খুদিরাম আর ঘুরী
জেগেছে হৈ হৈ, ময়দানে রই রই
শোষণ হিস্যা চায় প্রিয় দেশ।।
প্রতি ঘর ঐ কারাগার ভাঙে
শৃঙ্খল ভাঙে কত ভ্রাতা
দূরে দুহাত উচায় জনতা
হাত তুলে রাখে প্রিয় দেশ মাতা।
পূবের বাংলা জেগেছো কী না?
পশ্চিমে বাংলা আর ঘুমিওনা
উত্তর দক্ষিণে বঙ্গোপসাগরে
শত্রু হায়েনারা দেয় কী হানা?
রাতদিন আশা বুনি আর শুনি
গুনগুনি কে গায়
এগিয়ে চলো প্রিয় বাংলাদেশ।।
@ মুনীর আল মুসান্না