গানে গানে এমন বিকেলের
সারাবেলা ক্লান্তির ছবি আঁকি
দূরের মেঘে হাওয়া লেগে
তু্মি মেঘ জল হলে নাকি?
তুমি রঙধনু হলে নাকি?
কী হয় এলে অবেলায়?
একটু দেরি সয়ে যায়
মন সয়ে যায় বেদনায়
স্বপ্ন হয়ে যায় ফাঁকি।
তবু আশা বেধে রাখি।
রাত নেমে সন্ধা আঁধারে
আমাকে ভুলাতে কী পারে?
এ দ্বারে দুলে ভুল বারে
স্বপ্ন দেখে যায় আখি।
তবু আশা বেধে রাখি।