যখন একলা লাগে সন্ধ্যা বেলা
বৃষ্টি ছুঁয়ে গেলে
মিষ্টি পাখির ডাক থামালে বন
তুমি তখন এলে
সন্ধ্যা বেলা এলে।।
ঝরছে ধারা টিপটিপ করে
আগের কথা মনে করে
বাজলো দূরে কাঁসরঘন্টা
আজান শুনতে পেলে?
সন্ধা বেলা এলে।।
তাঁরা দেখার ছিল মানা
তুমি ছিলে দূর অজানা
আমার মগ্ন দুপুর বিরহ সুর
দূরে তুমি ফেলে
সন্ধ্যা বেলা এলে।।