তোমার ব্যথা লাগেনা লাগেনা মনে
মনপ্রাণ তুমি গড়েছো আমার ভূবণে।
যে গানে বাজে এতো সুর
মরমে মরে ব্যথারি অঙ্কুর
আলোতে আসার আগেই বিনাশ
কেন এতো ভুল তুমি ভুলাও অকারণে।।
আমার এ রাত আমার দিনে তু্মি
জলসা ঘিরে কত তারার মৌসুমী
যারে খু্জি সে তো নেই
পাওয়া কী তারে যাবে সহজেই
কেন বিরহ মেঘে মেঘে ছড়ালে গগনে?