যদি তোমার বিহনে পরশ
জাগায় আমার মন
বলি আছো তুমি আছো
এ জীবনে আমরণ।
এ মন ছলনা, তুমি ভুলনা
আমাতে মিশে ছল তুলনা
যত বলি দূর, দূর বহুদূর
দখলে রেখোছো ভুবন।
যেদিকে তাকাই কিছু নাই
কিভাবে তোমার দেখা পাই
আমার আমিও বলে যাই
তুমি শেষ আমারও শরণ।
তুমি আছো বলেছি যখন
অনেক কেঁদেছে আমার মরণ
যত বলি দূর, দূর বহুদূর
দখলে রেখেছো ভূবণ।