চলে যায় যায় মেঘ চলে যায়
অসময়ে চলে যায় দূরে যায়।
কাটে বেলা হাওয়ায় হাওয়ায়
দৃষ্টি দূরে দেখে বাড়িতে
পালকি যেন তোমার আবেগ
কান্না টেনে আনে আড়িতে।
কাঁটা দূরে পথে প্রান্তে
ফুলে ফুলে ঢাকা সে নয়
ফুলের মতো যদি জানতে
বিরহ হবে এ বেদনাময়।
ফিরে এসো এসো জীবনে
অভিমান তুলে রেখে মনে
ফিরে এসো ফিরে এসো
ফিরে এসো মেঘ মায়ায়।