তুমি আমার স্বপ্ন হয়েই যেন খালাস
আমি ভেবে ভেবে করে যাই তালাশ।
কতো স্বপ্ন ভেঙে মনে
তুমি দুঃখ দাও গোপনে
বেদনার এই ভাঙা মনে
আমাকে আজি কেন করেছে উদাস?
তুমি আমার স্বপ্ন হয়েই যেন খালাস।।
কেটে যায় যাক দিন সঙ্গী বিহীন
হারায়ে খুঁজে তারে কাটে দিন
আমার বেদনার এই ভার কত আর
বয়ে যাবো জীবনের সাথে নিয়ে বসবাস।