এই শেষ বিকেলের মধু সুর
লাগে যে অন্য রকম সুর!!
তাক লাগিয়ে মন ভরিয়ে
এ কোন গানের সুর মধুর?
ভাবিনি এর রেশটা রবে
আসবে ভুলে যে উৎসবে
গাওয়া গানের অন্তরাটা
জাগিয়ে গেল পুরো গাঁটা
এ কোন গানের সুর মধুর?
শেষ বিকেলের সুর মধুর
মন ভরে যায় ক্ষণে ক্ষণে
এই দেখি কান্না বিধুর।
কজন পারে এমন ক্ষণে
জাগাতে সুখ জনে জনে
আর কতটা আর কত দূর?
শেষ বিকেলের মধুর সুর।