আকাশ দেখি পূবের নীলে
জাল বিছানার মত
শিশিরে মুখ ধুচ্ছে বসে
মিষ্টি ধ্যানেরত।
মেঘের পরে রৌদ্রজলে
ঝিকমিকে এক তারা
আমি দেখি, তুমি ও কী
এমন পাগল পারা?
বেশ বলো সেই দেখি
শেষ কবে হাত ধরা?
পাশাপাশি জলের লেখন
মুগ্ধ পাগল করা?
পারবে না, পারবে না তো
মাথার দিব্যি খাও,
ভুললে কেন? ভুলেই গেছো?
আবার কথা দাও।