চাচ্ছিনে তোর আকাশ একা
চাচ্ছিনে তোর নদী,
লাভ কী শুনে বাতাসে সুর
চলবে নিরবধি?

চাচ্ছিনে তোর পাখির ভাষা
চুপটি করুক ভয়ে,
চাচ্ছিনে সব হারিয়ে যাবে
দারুণ পরাজয়ে।

নদী খেকো জমিন খেকো
এদের থেকে সাবধান থেকো
হারিয়ে যাওয়া পুরানো দিনে
খাতায় হিসাব লিখে রেখো।


তোর গানে সুর এতো মধুর
বুকের মধ্যে চলে ভাংচুর
একলা জীবন একলা থাকি
চাচ্ছিনে তোর নদী।।