তুমি আমার স্বপ্ন ওগো
তারার আলো নদী
একটু না হয় ডেকে নিও
হারিয়ে ফেলি যদি।
মেঘে মেঘে অনেক বেলা
পেরিয়ে এলাম আমি একেলা
হাতটি ধরো পূর্ণ করো
হারিয়ে ফেলি যদি।
এ বাদলের পূর্ণ ধারা
ভিজিয়ে দিলো পাগলপারা
কদম খোঁপায় গুজবো বলে
হয়ে আছি সর্বহারা।
চাতক চাহে যে চাতকীর
ঝরুক রোদে এ আখিনীর
তোমার জন্য ভয়ে থাকি
তোমায় হারাই যদি।।