"বুকের পাথর চাপা
আড়ালে থেকে যায়
কান্নার শব্দ আকুল
আড়ালে ঢেকে যায়..."
অব্যক্ত ব্যথারা জমে আছে মনে,
ভাঙা প্রতিচ্ছবি ভাসে অকারণে
আলো হারায় অন্ধকারের চেনায়,
ভীষণ চুপ করে হৃদয়ও কাঁদে তাই।
তুমি যদি জানতে,
কি রকম ব্যথা চুপে হাসে,
ভাঙা স্বপ্নের ধুলায়
আজও যে পথ ফুরিয়ে আসে।
আড়ালে আড়ালে, কান্নারা গায়,
হারানোর ব্যথা বুকের বেদনায়
চোখের জল, ঠোঁটে থেমে যায়,
আড়ালে আড়ালে... হায়!
ভেজা চিঠির পাতায় লেখা নাম তোমার,
মুছে যায় বৃষ্টিতে, মুছে যায় সময়
হারানো গল্পের নির্জন পাতায়,
আজও আমার ব্যথা লিখে যায়।
স্বপ্নের ভেতরে তুমি খুঁজে ফেরো,
হারানো মুহূর্ত এক ফালি আলো
বুকের গহীনে একাকী সুর,
আড়ালের কান্নায় হারিয়ে যায় দূর...
আড়ালে আড়ালে, কান্নারা গায়,
চোখের জল খুঁজে পায় না ঠাঁই।
আড়ালে আড়ালে... হায়...
আড়ালে আড়ালে... হায়...