তোমার কাছে স্বপ্ন হয়ে
আমি ঝড়ো মেঘ যেন
ঝরে গিয়ে বৃষ্টি অঝোরে
তবু রোদ পোড়াবে কেন?



ও আমার বাংলাদেশ ও আমার জন্মভূমি
ও আমার স্বপ্নাবেশ ও আমার তীর্থভূমি।।

পদ্মা নদী, তিস্তা নদী
মেঘনা মোহনা এসে যদি
মধুমতী স্রোত ধারা ভেসে
ভাটিয়ালি গানে মাতে যদি
হাজার নদীর নেই সীমানা
এই বালুকাবেলা সুন্দরে হারাবে তুমি।।