মনে মনে ভেবে ভেবে
আমি যতই উতলা হবো
তুমি কী আর দেখা দেবে?

সেই দুপুর মিঠে রোদ্দুর
ডেকে বলে তুমি যে দূর
শ্রান্ত দিনে একলা পথে
আর কী ভুলে দেখা হবে?

সেই পথে শুকনো পাতা ঝরে
মনটা কেমন করে
মনে জমা যার খুবই টান
ঘুমায় অনাদরে।

আশায় আশায় দিন চলে যায়
লগ্নগুলো আমায় কাঁদায়
মনে পাহাড় জমছে ভারি
আর কী ভুলে দেখা হবে?