গাল-গল্প, চাল-গল্প, যতো জমা দৈত্য কুপে
শুনছে গল্প শায়ান বাবু, একা চুপে চুপে!
গল্প শুনার বায়না যতো পড়ার বেলা অন্য
গল্প শোনার এতো বায়না শুধু ঘুমের জন্য?
বাঘের গল্প বললে ভয়ে, থাক এখানে বাঘ
দৈত্য শুধু বলায় হাতে চিমটি ফেলায় দাগ!
কোনো গল্প মনমতো তার হয়না একেবারে
খেঁকশেয়ালের গল্পে কী মন ভরাতে পারে?
গল্পে বাড়ে মান অভিমান, ভূতের নামে হুলুস্থুল,
সামলাতে রোজ এমন কত গল্প যে হয় ভুল!
ঘুমপাড়ানি গল্পেরা তাই রাত্রি এলে ঘুরে
ঘুমের দেশে যায় নিয়ে সে অনেক দূরে!
মেঘে মেঘে জল জমেছে, জলের এতো ভার
শায়ান বাবুর চোখে ঘুমের তর সয়না আর!
আয়রে ঘুম আয় দেখি, পঙ্খিরাজে চড়ে
এ বাবুটার ঢুলু চোখে, ঘুমেরা কী করে?
ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা ১৮)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে