একচোখে সব দেখতে গেলে
কখন ফুড়ুৎ করে
ধাপ্পাবাজের দান মারা শেষ
যখন পলক পড়ে!
চোখের নাগাল যায় পাওয়াতো
হাতের নাগাল সার
মিষ্টি লোকের মন ভজাতে
বুদ্ধি চমৎকার!
আজকে দেখি চোখ ও হাতের
বাইরে খেলে আরো
ছল চাতুরির রাজনীতিতে
নিজের পোয়া বারো!
সেই পোয়াতে মালপোয়া খায়
পোস্টারে হাত নাড়ে,
নিতাই এখন নেতারে ভাই
চাপে জাতির ঘাড়ে!