বিশ্ব শেখায় ধমক দিয়ে
থাকরে বেটা চুপ করে
কাজ হবেকী এ ইস‍্যুতে
বললে কথা খুব করে?

মানবতার মান হারিয়ে
ধরছে গলা খপ করে
জাগো আবার সালাউদ্দিন
ওঠো জ্বলে দফ করে।

ডাকছে কেঁদে ফিলিস্তিন
ঐক্য নিয়ে চল যে
বোমার ঘায়ে জ্বলছে ওরা
পুড়ছে আমার কলজে।

ঘুম পুরীতে রাজ‍্য গড়িস
ডাকবে তোদের কে সে?
এক মাহাদীর দায় সঁপেই
কর্মদোষে সর্বনেশে।

পুড়ছে আমার কলজে
-মুনীর আল মুসান্না
-------------------------------
বিশ্ব শেখায় ধমক দিয়ে
থাকরে বেটা চুপ করে ,
কাজ কী হবে এই মানুষে
বললে কথা খুব করে?

মানবতার মান হারিয়ে
ধরছে গলা খপ করে,
জাগো আবার সালাউদ্দিন
ওঠো জ্বলে দফ করে।

ডাকএসেছে ফিলিস্তিনকে
স্বাধীন করার ওই যে,
বুলেট  বোমায় জ্বলছে ওরা
পুড়ছে আমার কলজে।

কিন্তু আমি কেমনে যাবো
কোনো উপায় নাই যে,
দূর থেকে তাই কাব্য সুরে
গান শুধু আজ গাই যে।

ঘুম পুরীতে রাজ‍্য গড়িস
ডাকবে তোদের কে এসে
এক মাহাদীর দায় সঁপে
ভাগ‍্যদোষে সর্বনেশে!