বেরিয়ে পড়ার সময় ছিল তেড়ে
হাতছানিতে আমার ডাকের স্বর
না বলা দেশ ঘরবাড়ি যে ছেড়ে
আপন নীড়ে ফেরাই কষ্টকর!
মাঘের শেষে এমনি তো শেষ হয়
সকল আশাই চৈত্রে ভয়ঙ্কর
তুমিই একা দারুণ স্বপ্নময়
তাতেই আশা স্বপ্নে করে ভর!
একলা ভাবার দিন ফুরিয়ে শেষ
দুহাতে ফুল বকুল মনে হয়
যেথায় বলো এই আমার দেশ
তোমার পাশে জীবন স্বপ্নময়।