শান্ত এতো বাতাস যে পাই
ফাগুন ফিরে এলো কী ভাই?
নতুন পাতার বনে ঘুরে
ইশ কী ভীষণ মজা পাই!
চাই যে দিকে ফিরে একি
কত নতুন ছবি দেখি!
শিমুল পলাশ রঙিন হয়ে
এতো বলছে কানে সে কী?
শাদা শাদা মেঘের দলে
যায় ভেসে বেগে,
পাখির গানে স্বপ্ন বুনে
উঠছে সবাই জেগে।
দৌড়ে মাঠে ছেলেরা ঐ
নিয়ে নাটাই ঘুড়ি,
মেঘের সাথে পাল্লা চলে
খোঁজে চাঁদের বুড়ী।