এই দেখো ফেসবুক একসাথে দুই
প‍ৃথিবীর সব কিছু এইখানে থুই
করতেই ডাটা অন ছুয়ে যায় মন
ভুলে যাই আছি আমি কোথায় এখন।

ফোন পেয়ে রোজকার এমন রুটিন
বিস্বাদ বলে লোকে কেন দিন দিন?
চার্জ শেষ হলে শুধু হতে হয় ক্ষান্ত
রঙিন এই দুনিয়া জেগে জেগে ক্লান্ত!