শতেক মাইল কল্পিত এই দুরত্ব কী বাঁধা?
তাই নাহলে একটু কথার জন্য লাগে সাধা?
তুমি কোথায় থাকো? এইটুকু দূর পারে
বলেই দেখো কেমন করে আসি এক্কেবারে।
পৌষমেলার জন্য তোমার এতো নিমন্ত্রণ
তুমি ও কী রাগে ক্ষোভে ফুঁসছো অনুক্ষণ?
যাচ্ছি বলে হয়না যাওয়া, এমন হবে ভেবে
পৌষ মেলার নেমন্তন্ন কেন ফিরিয়ে নেবে?


আসি আবার? বলেই দেখো আগের মতো
কী আয়োজনে প্রেমের করি তোমার ব্রত!
খানদানি এক যাত্রা তাতে বাদ্য বাজিয়ে
নিমন্ত্রণে যাব আমি সবই রেখো সাজিয়ে।
পূণ্য করার এই মেলাতে এতো আয়োজন
ভাবছি বসে, আর শিহরিত হচ্ছি অনুক্ষণ।
পথ ফুরাবে, নাকি পথের টেনে হিজল রেখা
ভুলবেনা তার পরীক্ষা যে সুখ রুমালে লেখা!
ভাবছি এসব, ঘামছি যে, লুকিয়ে রেখে মন
হারিয়ে যাবার নেই মানা বাতাসে শনশন।