এই সবুজে চক্ষু বুজে
দেখতে কী চাও মরু ধুধু,
এসব নিয়ে বলতে গিয়ে
কষ্টে কাটে একাল শুধু।
কষ্টে চোখের নোনা জলে
বাড়তি এমন ঢেউ খেলে
আমন ইরির মাঠ ছাপিয়ে
কেমন হবে কেউ এলে?
কেউ এলে যেই দ্যাখে
বন্দী যখন বছর মাস
এই জনপদ গিলছে নোনা
লোকের কত এই সর্বনাশ।