ডাকতে পারি রাখতে পারি
বুকের মধ্যে আগলে,
ফেব্রুয়ারির একুশ বলেই
এমন করে জাগলে?

কী মধু এই বাংলা বচন
মধুর মতো মিষ্টি,
ফেব্রুয়ারির একুশ এলেই
হয় মায়াজাল সৃষ্টি!

বিশ্ব যখন হাতছানি দেয়
ঘর বানিয়ে রাখতে,
ফেব্রুয়ারির একুশ তখন
দেয় কী দূরে থাকতে?


আঁকতে পারি ছবির ভাষা
বরকতেরই মিছিলে,
বলতে পারি এই শহীদের
রক্তে আগুন কী ছিলে!