আমার দুপুর উড়িয়ে আনে মেঘের লুকোচুরি
ভাবতে গেলে উদাস মনে আকাশে চায় ঘুরি।
একটু করেই বাতাসে চুল উড়ছে এলোমেলো
দলবেঁধে এক পাখির দলে ঝগড়া করে গেলো।

মেঘে মেঘে দল পাকিয়ে আশায় রাখে বিষটি
বলছি মাকে ভিজবো মেঘে এই দেখোনা কিসতি!
মায়ের বারণ মেঘ শোনেনা ঝরায় শতেক ধারা
এই ছেলে ঠিক দুষ্টু ভীষণ কেমন পাগলপারা?

মেঘ লুকিয়ে রংধনুতে এক বিকাল এনে দিলে?
মায়ের বকা ও চুপ হয়ে যায় ছুটি খালে বিলে।
কাকতাড়ুয়া, বৃষ্টি,মেঘে ভয় কী পাখির ছানা?
জানতে খুবই ইচ্ছা জাগে পুরোই ষোল আনা।

মা কী আমার জবাব দেবে? মন বোঝানো সায়?
বলতে গেলে রেগেই দেবে শিকল দরজায়!
শিকল দোলে বাতাসে মন, শিরিশ বনে ঝড়
মা তুমি আজ ভুলেই থাকো, একটু এ অনাদর!

ছন্দ :  মাত্রাবৃত্ত (১২ মাত্রা, ২+২+২+৩+৩)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে