রাখবি?
তবে রাখ
থাকবি?
তবে থাক
কষ্টের
কথা যত
পুষে বুকে
অবিরত
একদিন
দাড়াবার
পেয়ে যাবি
অধিকার।