এইখানে সমতল তৈরি বিশাল
মাঝে নদী তেরশো ছড়িয়েছে জাল
পাতায় পাতায় ঘন সুন্দরবন
একপাশে ঝড় ঠেলে বাঁচায় জীবন
ঘুম থেকে জেগে এক প্রভাত আভায়
ভুলে যাই যতো পাখি এসে গান গায়
মাঠে মাঠে ফসলে রঙের বাহার
জীবনের গান শুনি রোজ কতবার!
ভালবাসি কৃষাণের বুকে জমা আশা
মাথা উঁচু করে থাকা মানুষের ভাষা।
পৃথিবীর যেইপাশে পড়বে এ চোখ
মেধাবীর হাসি হয়ে ফুটবে আলোক।
এই দেশে মানুষের নির্মল হাসি
প্রিয় এই দেশটাকে খুব ভালবাসি।