এই মার্চে শপথের অন্য ভাষায়
কৃষক শ্রমিক বুড়ো সবার উত্থান
পতপত উড়ে লাল সবুজের প্রাণ
শুধু এ স্বাধীনতা রয়েছে আশায়।
ভাগ্য ফেরার নেশা মুক্ত সে ডাক
স্পর্শে বদলে যাচ্ছে এখনো জীবন
তার ফেরার জন্য গোণে দিন ক্ষণ
তবু সেই রাজাহীন শূন্য মরুখাক!
এবারের সংগ্রাম দরাজ গলায় হাক
ছোট কত বড় হয় ছড়িয়ে প্রাণে
আর একবার এই সত্য সয়ে যাক
বাঙালির চির জাগরণী গানে গানে।