চুপচাপ ঝরে যে শিশিরেরা রাতে
জোস্নার মায়াজাল খুনসুটি তাতে
সবুজ ঘাসের দেশ বিছিয়ে চাদর
মায়ের মতই তার রয়েছে আদর।
গল্পেরা ডানা মেলে রাজ‍্য ঘুরে
হয়না শেষ কিছু যাই যত দূরে।
শিয়রে মার পাশে দাদী পান বাটে
গল্পের ঘুমে কত রাত্রি যে কাটে।
হাজার নদীর দেশ মাছে ভরা খাড়ি
মাছধরা নিয়ে মা করে রোজ আড়ি।
ছিপছিপে সাম্পান চলে জল ঘেটে
ষড়ঋতু পরপর যায় দিন কেটে।
পাহাড়ের দেশ বলো আছে সৈকত ও
পৃথিবীর মাঝে এর রূপ উন্নত।
মায়াভরা মানুষের মেধা দিয়ে ঠাঁসা
এই বুক জুড়ে দেশ, বড় ভালবাসা।

ছন্দ: মাত্রাবৃত্ত (১৩ মাত্রা প্রতি চরণে)
কাব্য: মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে