এ অবেলায় তোমার আপন
যার আছে নীল চোখ
বলছে তাকে দেখেছো কী?
খারাংখালির লোক!
হলুদ ফ্রেমের চশমা চোখে
অল্পতে তেজ দেখায়
ভাষ্যমতে অনেক আছে
তার যত সব লেখায়।
লিখেন তিনি দেশের কথা
দিন বদলের পালা
এসব কথা লিখেন বলেই
গদিতে হয় জ্বালা।
আরও অনেক লেখা তার
জেলের ভয়ে থাকে,
বুদ্ধি করে তাই লেখাটা
হয়না ঘূর্ণিপাকে!