দুষ্টুমি তার হাড়ে হাড়ে
দেখে বুঝা যায়না তারে
ফেলবে এবং ভাঙবে যে
লিপস্টিকের রঙ সেজে
বলবে এ দিকে তাকাও
কাঁদবে কী হাসবে তাও
ভুলে যাবে তার কথায়
দুষ্টুরে তুই কাছে আয়।
আম্মু তুমি লক্ষ্মী সোনা
রাগ করোনি বলো না!