কী করি আজ দুঃখ ঘুচিতে
নয়নে জল পারিনা মুছিতে
অশ্রু গড়ায় বারিধারা সম
তবুও জানাই শতবার নম।
এই আশ্বিনে, এই শিশিরে
এই রাত্রিতে, এই তিমিরে
তুমি ছিলে যে সব এখানেই
ভেবোনা সব এতো সহজেই!
কী করি এই স্মৃতির পাহাড়
আহত বুকে যে কষ্ট বাহার!
দুপদুপ করে জ্বলে জ্বলে যায়
পোড়া মনে এ বুঝা দায়!