স্বপ্ন ছিল বলতে পারিস
এখন গেছে উবে
চোরাই জলের হিসাব নিকাশ
খাচ্ছি ডুবে ডুবে।

বুঝবেনা কেউ এই ভানে
কার কী অভিনয়
পড়লে ধরা পার পাবি ভাব
যেমন তেমন নয়?