আমার দাদীর কাছে গল্পেরা এসে
ছুতো খোঁজে বেড়াতে অন্য দেশে।
ছুঁয়ে মেঘ অগনন
ঢুলু ঘুম দু নয়ন
দেখে চায় বলে কী?
এ নিয়ে লেখালেখি
হয়ে যায় গল্পেরা অন্য রকম
ভেবে কূলই পাই না একদম।।
বলি এই দাদী তোর
গল্পেরা বড় জোর
পাড়ি দিতে পারে ঘোর?
ছোট ছোট প্রাণের শহর?