দৃষ্টির সীমানা শেষ
ফিরে আসে বৃষ্টির ঝাপটার মতো
অষ্টমী রাত্রি শেষে স্বপ্ন আদেশ
আড়মোড়া ভেঙ্গে হও সেজদা নত।
অশেষ গ্লানি আছে
অবসাদ ঘিরে আছে শিরায় শিরায়
সবুজ ছড়িয়ে গাছে
জীবনে বার্তা আনে পূবালী হাওয়ায়।
এই অচেনা ফিরে এলে চিনে
ভুলে থাকা জীবনের হবে না আলাপ?
আসরতো জমে যাবে এক দুই তিনে
মিলনের এই ক্ষণ রঙিন গোলাপ..
স্বপ্নেরা হারিয়ে সুখের সীমানা
কষ্টের পাহাড় বুকে গড়েছে অশেষ
রাগে ক্ষোভে ফুঁসে তাই সিডর ডানা
মুহূর্তে মিথ্যা হয় স্বপ্নের আদেশ।