মা বলেছে রোদ দুপুরে
দস‍্যি করে ঘুরতে মানা,
আমি বলি এতো বারণ
মানবো না না না না!

দুষ্টু ছেলের পক্ষ নেবার
রাগের বেলা সখ‍্য দেবার
সবাই যেন উল্টো,
বলনা দাদী এমন যদি
বানায় যারা অথই নদী
তারা কী ঢেউ তুলতো
ছেলে বেলা ভুলতো?