জানতাম তার নাম দস্যি বানানো
বৃথা এই তল্লাটে বদনাম শানানো
সব লোকে যা ভেবে এই ভুল করে
মায়ের আদর ডাক যায় অনাদরে।
কারা যেন সিটকায় নাকটা খানিক
যখনি ডাক শুনি আমার মানিক।
এই ছেড়া জামাতে চোখ পড়ে যত
ভেবেছে কী তাতে মার দরদ কতো?
হোক সে গরীব শিশু মার কাছে নয়
এইসব কুদৃষ্টি যে বদলাতে হয়।