ক)
মধ্য রাতে চাঁদের ছবি
একটু নীরব সুখ,
আমার সুখে মুচকি হাসে
মায়ের হাসি মুখ।
গল্প শোনার বায়না মেটে
আলতো ঘুম ঘোরে
ঝিরিঝিরি বাতাস বহে
মাকে মনে করে।
খ) সুলতান ডিঙ্গি যে খুঁজে যাবে
চিত্রার পাড়ে অন্য স্বর্গ পাবে
খুঁজতে এসোনা এখানে শত
হারানো দেশের ছবি ও কত!
মাছরাঙা পাখি নিয়েই আড়ি
মাংসল যুবাদের ছবির বাড়ি
আরো আছে এদেশের রঙ
ছুয়েছে তুলিতে শতেক ঢং।