ধুম কুয়াশা নামার আগে যেই ছুঁয়েছি আঁচল,
মা বলল, আমার খোকন শুকনো কাপড় তোল
তাড়াতাড়ি রাখ সরিয়ে রান্না করার কাঠ,
এই এখনই নামবে আঁধার ঝাঁপসা দূরের মাঠ।

কোথায় রে তোর দুষ্টু বুবু? আনতো তারে ডেকে,
বেণীটা তার এলোমেলো দেখছি সকাল থেকে।
জারুল ডালে ডাকছে ঘুঘু, ছয় ডাহুকের দল,
ধুম কুয়াশা নামার আগে ঘরকে যাবি চল।

পুকুর পাড়ে বাঁধানো ঘাট, দূরের পথচারী
উড়িয়ে ধুলো কুয়াশার যে দারুণ বাড়াবাড়ি।
এর মাঝে তোর বাবার ফেরা জামায় ভেজা ঘাম
মসজিদে তোর দাদুর আযান চৌদিকে যায় নাম।

চশমাটা দে দাদীর হাতে, জায়নামাজের পাটি
তসবিটা রাখ খোঁজার আগে থামিয়ে হাটাহাটি।
সাঝের বেলা এই কুয়াশার নামুক যত ধুম,
মাঠের ঘাসে উঠানে রাখ জমিয়ে রাতের ঘুম।

ছন্দ: মাত্রাবৃত্ত (প্রতি চরণে ১২ মাত্রা)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে