চোখ দিয়ে দেখো যদি এই বড় শহরে
বুদ্ধির ঢেকি ভরা রাজনীতি বহরে!
কেউ কারো কম নয় ঢোল যদি পেটোরে
কারো বলা হবে নারে দেবে ঠিক ভেটোরে!
কী সে কম কার যম বলে দেবে সস্তায়
ভাবে নাতো এসে যায় নাকি শেষে পস্তায়?
বোম্বাটে পা চেটে ভরে নিজ আখেরে
এই দেশ, মানুষের কিছু তারা রাখেরে?
বলবার বেলা এই বলা কথা আগামে
ধরবে কে টেনে এতো পঁচামুখ লাগামে?
ঘোড়া নয় তবু এরা কথা ছোড়ে ঘোড়াতে
দিনে দিনে উন্নতি তাই থাকে খোঁড়াতে!
খোঁড়াতে দিন যায়, খুঁড়ে মাটি রাস্তায়
দেশ খেয়ে বেশ ধরে মানুষের আস্থায়
ভাবেনাকো জিহবায় বলা ছেড়ে মিথ্যা
যদি সব লোকে চায় মানুষের হিস্যা?
যদি সব লোক জাগে প্রভাতের সূর্য
যদি সব লোক বনে রাঙা রাঙা তূর্য?
প্রভাতের এই ফেরি বহুদূর মিছিলে
বাতিলের দেশ ভেঙে খায় যদি গিলে?
বাতিলের দেশ ভেঙে হাক কে দিছিলে?
হাক দিয়ে এসো ফের উদ্যমে টেনে দম
সজাগ দৃষ্টি জুড়ে সারাদেশে হরদম
একদম ছাড় নয়, প্রতিবেশী সীমান্তে
জুজুরভয় আর কেউ চাইবেনা মানতে।
ছন্দ স্বরবৃত্ত ( প্রতি চরণে দুটি পর্ব ৬+৬=১৩)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে